মহিলা তিরন্দাজদের পাঠ দিলেন মোদি

প্রথমবার ভারতের মেয়েরা কমপাউন্ড তিরন্দাজিতে দেশকে সোনা এনে দিলেন। এর আগে তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় কখনও সোনা আসেনি ভারতের ঘরে। এই প্রথম এল জয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-08-05 095825.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার বার্লিনে ইতিহাস লিখলেন ভারতের মহিলা তিরন্দাজরা। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা টিম কমপাউন্ড তিরন্দাজিতে সোনার লক্ষ্যভেদ করে বাজিমাত করলেন তারা। প্রথমবার ভারতের মেয়েরা কমপাউন্ড তিরন্দাজিতে দেশকে সোনা এনে দিলেন। এর আগে তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় ভারত কখনও সোনা জিততে পারেনি।

তাই এই সোনা জয়ী কন্যাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ভারতের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। আমাদের মহিলা তিরন্দাজরা বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক এনেছে। আমাদের চ্যাম্পিয়নদের অভিনন্দন! তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এই অসামান্য ফলাফলের দিকে পরিচালিত করেছে”। একই সাথে এই রকম ভাবেই লক্ষ্য স্থির থাকার বার্তাও দিয়েছেন তিনি।