নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমাজমধ্যমে জানিয়েছেন, "আকাশ পথে যোগাযোগ বৃদ্ধি পর্যটন ও বাণিজ্যিক বিকাশের ক্ষেত্রে বড় খবর। আজ পশ্চিমবঙ্গের বাগডোগরা এবং বিহারের বিহটা বিমানবন্দরে নতুন অসামরিক এনক্লেভ তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।
এর ফলে এই দুটি স্থানে ও সেখান থেকে নিরবচ্ছিন্ন ভ্রমণ সুনিশ্চিত হবে।"
এর সঙ্গে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের জন্য প্রায় ১৫০০কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।
আকাশ পথে যোগাযোগ বৃদ্ধি পর্যটন ও বাণিজ্যিক বিকাশের ক্ষেত্রে বড় খবর। আজ পশ্চিমবঙ্গের বাগডোগরা এবং বিহারের বিহটা বিমানবন্দরে নতুন অসামরিক এনক্লেভ তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে এই দুটি স্থানে ও সেখান থেকে নিরবচ্ছিন্ন ভ্রমণ সুনিশ্চিত হবে। pic.twitter.com/lVrTlWqPhC