স্রেফ ভাইরাল ফিভার
ডেঙ্গু নয় বা নয় ম্যালেরিয়া। স্ক্রাব টাইফাসের মতো কীট দংশনও হয়নি। স্রেফ ভাইরাল ফিভারে হু হু করে কমছে প্লেটলেট আর হিমোগ্লোবিন।
ডেঙ্গু নয় বা নয় ম্যালেরিয়া। স্ক্রাব টাইফাসের মতো কীট দংশনও হয়নি। স্রেফ ভাইরাল ফিভারে হু হু করে কমছে প্লেটলেট আর হিমোগ্লোবিন।
স্বাস্থ্য ভবনের তথ্য বলছে, বেখাপ্পা বর্ষায় বিভিন্ন ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব হচ্ছে। এম আর বাঙুরের মতো আর জি কর, বি সি রায় শিশু হাসপাতাল এমনকী, বেলেঘাটা আইডি হাসপাতালেও এমন রোগী ভর্তি হয়েছে গত তিন-চার দিনে।
যেভাবে ক্রমশ বিভিন্ন ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে, তাতে তিন দিনের বেশি জ্বর (Viral Fever) হলে প্লেটলেট আর হিমোগ্লোবিন পরীক্ষা করিয়ে নেওয়া দরকার।’
{{ primary_category.name }}