নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্যে শনিবার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
আমাজন রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেন, 'শনিবার বার্সেলোসে বিমান বিধ্বস্তের ঘটনায় ১২ জন যাত্রী ও দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। প্রয়োজনীয় সহায়তা দিতে শুরু থেকেই আমাদের টিম কাজ করে যাচ্ছে। তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সহানুভূতি ও প্রার্থনা রইল।'
মানাউস অ্যারোট্যাক্সি এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে নিশ্চিত করেছে যে একটি দুর্ঘটনা ঘটেছে এবং তারা তদন্ত করছে তবে মৃত্যু বা আহতের বিষয়ে কোনও বিবরণ দেয়নি।