নিজস্ব প্রতিবেদন : মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পিঙ্ক পেট্রোল নামক একটি পেট্রোলিং ভ্যানের উদ্বোধন করা হয়েছে। এই ভ্যান বিশেষভাবে মহিলাদের নিরাপত্তার জন্য নিয়োগ করা হবে, যেখানে ইন্সপেক্টর স্তরের মহিলা পুলিশ এবং মহিলা ড্রাইভার থাকবে। সমতলে প্রথম এই পিঙ্ক পেট্রোলিয়াম ভ্যান অর্থাৎ নারী সুরক্ষায় বিশেষ মহিলা পুলিশ বাহিনী নিয়োগ করা হয়।
কালিম্পং জেলায় চালু করা হয়েছে এই পেট্রোলিয়াম ভ্যানটি। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পিঙ্ক পেট্রল টিম চালু করা হলো। এই পিঙ্ক পেট্রোল ডিম কালিম্পং এর জেলা হাসপাতাল, স্কুল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। বর্তমানে কালিম্পং জেলার মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি এই পিঙ্ক পেট্রোল টিমের শুভ সূচনা করেন কালিংপং জেলার জেলা প্রশাসক বালাসুব্রমানিয়ান টি, পুলিশ সুপার শ্রীহরি পান্ডে সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ অধিকর্তারা।
পুলিশ সুপার শ্রীহরি পান্ডে জানান, মহিলাদের নিরাপত্তা সুদৃঢ় করতে এই পিংক পেট্রোলিয়াম টিম তৈরি করা হয়েছে। আগামী দিনে আরো বিভিন্ন জেলার অন্তর্গত থানায় এই পিঙ্ক পেট্রোলিয়াম টিম চালু করা হবে। মহিলারা যাতে কোন সমস্যায় না পড়ে তার জন্য তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।