নিজস্ব সংবাদদাতাঃ পেরুর রাজধানী লিমায় গ্যাস পাইপলাইন স্থাপনের সময় প্রায় এক হাজার বছরের পুরনো আট বান্ডিল শেষকৃত্যের জিনিসপত্রের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা।
উত্তর লিমার কারাবাইলো জেলার অনুসন্ধানে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক রক্তাল্পতায় মারা যাওয়া শিশুদের কবরস্থান হতে পারে এই স্থানটি।
গ্যাস কোম্পানি ক্যালিডার প্রত্নতাত্ত্বিক জেসুস বাহামন্ডে শ্রাইবার বলেন, "পুষ্টির চাপের কারণে শিশুদের মৃত্যুর হার বেড়ে যেতে পারে।"
তিনি আরও জানান, ২৮টি কবরের পূর্ববর্তী আবিষ্কারের প্রায় ১০০ মিটার (৩০০ ফুট) দূরে পাওয়া বান্ডিলগুলোর মধ্যে ছয়টি শিশু এবং দুটি প্রাপ্তবয়স্কদের মৃতদেহ রয়েছে।