চোটের জবাব ভোটে দেবেন বাংলার মানুষঃ মোদী

বাংলার মাটিতে নরেন্দ্র মোদী।

author-image
Adrita
New Update
হজ

নিজস্ব সংবাদদাতাঃ বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেস বিগত কয়েক বছর ধরে কষ্টে রেখেছে। আসন্ন লোকসভা নির্বাচনে সব কষ্টের মলম ণনিয়ে আসবে ভারতীয় জনতা পার্টি। 

আজ শুক্রবার হুগলীর আরামবাগে এক জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, '' চোটের জবাব ভোটে দেবেন বাংলার মানুষ। '' তিনি আরও বলেন যে, '' আগামীদিন ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে। '' 

Add 1