নিজস্ব সংবাদদাতাঃ পেন্টাগন বলছে, সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর বারবার হামলার পর সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান-সংশ্লিষ্ট স্থাপনায় নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও ইরান-অনুমোদিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত একটি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
অস্টিন বলেন, 'মার্কিন কর্মীদের নিরাপত্তার চেয়ে প্রেসিডেন্টের আর কোনো অগ্রাধিকার নেই এবং তিনি আজকের এই পদক্ষেপকে স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন যে যুক্তরাষ্ট্র নিজেকে, তার কর্মীদের এবং তার স্বার্থ রক্ষা করবে।'