'নার্স এসে পেটে বারাবার...ছিঁড়ল সেলাই, মারা গেল রোগী'! বিক্ষোভ-কোথায় ঘটল?

অশান্তি ছড়াল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

author-image
Aniruddha Chakraborty
New Update
dead body 3.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়াল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। রোগীর পরিবারের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বুধবার সকালে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। মৃতার নাম শিল্লা খাতুন (২২)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙা দিঘিরপাহাড়ে।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ওই রোগীকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সিজারের পর রক্তক্ষরণ শুরু হয়। সেলাই কেটে যাওয়ার পরই এমনটা ঘটেছে বলে জানা গিয়েছে। পুনরায় সেলাই করার সময় ওই রোগীর মৃত্যু হয়। পরিবারের লোকজনের দাবি সঠিকভাবে চিকিৎসা না হওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের রক্ত কিনে আনতে হয়েছে বলেও অভিযোগ করেছেন রোগীর পরিবারের সদস্যরা। তারপরেও সেই রক্ত রোগীকে না দেওয়া হওয়ায় তার মৃত্যু হয়েছে বলেও দাবি তাঁদের। এদিকে রোগী মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ নিয়ে পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। দফায় দফায় বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি এই ঘটনা নিয়ে।