BREAKING : জম্মুতে মিসাইল আক্রমণের চেষ্টা পাকিস্তানের ! ভারতের এয়ার ডিফেন্সের সামনে টিকতেই পারলো না পাকিস্তান
ভারতের আকাশে হামলা পাকিস্তানের, মিললো প্রমাণ
BREAKING : জম্মু-কাশ্মীর জুড়ে তীব্র সাইরেন ! পাকিস্তানের ড্রোন আক্রমণ ভেস্তে দিল ভারতীয় সেনা
অপারেশন সিঁদুরের সাফল্য,লাড্ডু বিতরণ করলেন বিজেপি সভাপতি
BREAKING : শুধু আল্লাহ বাঁচাতে পারে পাকিস্তানকে ! ভারতের ভয়ে কেঁদেই ফেললেন পাকিস্তানী নেতা
"আগামীদিনে সেনা আরো বেশি অভিযান চালিয়ে সন্ত্রাসবাদকে ধ্বংস করবে"- আশায় আগ্রাবাসী
আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের বড় সাফল্য! পাকিস্তানি অনুপ্রবেশকারীর খেল খতম
‘জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা পাকিস্তানের প্রথা হতে পারে, তবে তা বিশ্বের জন্যে অর্থবহুল’: বিক্রম মিস্রি
BREAKING : সন্ত্রাসবাদের বদলা নিয়েছে দেশ ! বড় মন্তব্য করলেন হরিয়ানার মন্ত্রী গৌরব গৌতম

রাজ্যে ফের উঠে এল চিকিৎসার গাফিলতির অভিযোগ! মৃত্যু রোগীর

চিকিৎসার গাফিলতির অভিযোগে বালুরঘাটে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
l;m,

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বালুরঘাট জেলা হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতির ফলে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে। বিষয়টি জানাজানি হতেই সোমবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে এনিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে মৃতের পরিবার। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ।

জানা গিয়েছে,মৃতের নাম দুলাল সরকার(৫৪)। বাড়ি বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কালিকাপুরে। গত শনিবার রক্তাল্পতা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গতকাল এক ইউনিট রক্ত দেওয়াও হয়। এদিকে গতকাল মধ্যরাত থেকে রোগীর পেট ব্যথা শুরু হয়। এর জন্য রাতে ওষুধ দেয়। কিন্তু তাতেও কমেনি। আজ পেটের ছবি ও আরো এক ইউনিট রক্ত দেওয়ার কথা ছিল। এর জন্য রোগীকে না খাইয়ে রাখতে বলেন চিকিৎসক। কিন্তু প্রেসক্রিপশনে ছবি তোলা বা রক্ত দেওয়ার কোনও কিছু লিখেননি চিকিৎসক বলেই দাবি পরিবারের। এর জন্য আজ দুপুর পর্যন্ত রোগীকে না খাইয়ে রাখে পরিবার।

তবে দুপুর হয়ে গেলেও ছবি না করায় হাসপাতালে কর্মরত নার্সদের কাছে কারণ জানতে চান পরিবারের লোকজন। তখন জানতে পারেন চিকিৎসক এই সব কিছুই লিখেননি। অবশেষে কিছু বাদে মারা যায় ওই রোগী। এতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার৷ চিকিৎসায় গাফিলতির কারণেই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের কথা মত রোগীকে না খাইয়ে রেখেছিলেন পরিবার৷ তার জন্যই মৃত্যু হয়েছে বলে দাবি তাঁদের।