দলের অন্দরে কোন্দল-সাসপেন্ড বাংলার ৩ বিজেপি নেতা! সামনে এল বড় খবর

তিন বিজেপি নেতাকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
bjp6

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে তিন বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল দল। তিনজনকেই করা হল সাসপেন্ড। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার। তাঁকে নিয়েই আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে জেলার মহিলা মোর্চার সভাপতি সুস্মিতা চৌধুরী, যুব মোর্চার সম্পাদক সুজয় রায় ও বিজেপি নেতা সূর্যদেব দাসের বিরুদ্ধে। তাঁদের পোস্ট নিয়ে পদ্ম শিবিরের অন্দরে বিস্তর চাপানউতোরও হয়। উঠে আসে নানা মতামত। বাড়তে থাকে বিতর্ক। শেষ পর্যন্ত তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত দলের। শাখারব সরকার বলেন, "রাজ্য নেতৃত্ব দেখেছেন আমার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তাই তাঁরা ওঁদের বরখাস্ত করেছে। আগামী সাত দিনের মধ্যে তাঁদের কাছ থেকে এই বিষয়ে জবাবদিহি চেয়েছেন রাজ্যের নেতারা।"

প্রসঙ্গত, লোকসভা ভোট মেটার পর থেকে বহরমুুরে বিজেপি নেতাদের একাংশের মধ্যে কোন্দলের ছবি প্রায়শই প্রাকশ্য়ে আসতে থেকে। প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে তোপও দাগতে থাকেন। লাগাতার ব্যক্তিগত আক্রমণও করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, একই ছবি দেখা গিয়েছে শাখারব সরকারের ক্ষেত্রে। অভিযোগ, দলের নেতাদের একাংশই তাঁর বিরুদ্ধে ব্য়ক্তিগত আক্রমণ করছেন।