উদ্ধার হওয়া টাকা কার? মুখ খুললেন পার্থ!

মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
1663150713_partha-cry

নিজস্ব সংবাদদাতা: এস এস সি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকেই এই প্রাক্তন মন্ত্রীকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলে। ঠিক এই ঘটনার পর জুলাই মাসেই মন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

Partha Chatterjee

এরপর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। এই ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় দু'বছর। চলতি সপ্তাহের মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন যে অর্পিতার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর পরিচয় ছিল ঠিকই কিন্তু তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের নয়। 

partha2

প্রসঙ্গত, মন্ত্রী নিজের মুখে প্রেমের কথা স্বীকার না করলেও এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বহু তথ্য প্রকাশ্যে এসেছে। একবার জেলবন্দী অবস্থাতেই 'অপা'-র অনস্ক্রিন প্রেমের ভিডিও ভাইরাল হয়ে যায়। 

Add 1