নিজস্ব সংবাদদাতা: বহু দিনের জেল বন্দী জীবন এবার ঘুঁচতে চলেছে। অবশেষে মুক্তি পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় তাঁর জামিন মঞ্জুর হল। ১ ফেব্রুয়ারি ২০২৫-এর আগে জেল থেকে মুক্তি পাবেন তিনি বলেই জানা যাচ্ছে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও কোনও প্রশাসনিক পদে তিনি থাকতে পারবেন না। শুধু বিধায়কের পদটিই তিনি ধরে রাখতে পারেন। এই শর্তেই মূলত তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট।
তবে এর সঙ্গে এটাও বলে রাখা ভালো, যে ইডি মামলায় জামিন পেলেও, সিবিআই-এর দুটি মামলায় এখনও জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। তাই আদালত থেকে স্পষ্ট জানাচ্ছে, যে ইডি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেলেও সিবিআই মামলায় এখনও রয়েছে তাঁর নাম। তাই এই মুহুর্তেই তাঁর জেল মুক্তি ঘটছে না।
যদি ১ ফেব্রুয়ারির আগে সিবিআইয়ের মামলাতেও জামিন পেয়ে যান পার্থ চট্টোপাধ্যায়, তাহলে তবেই জেল থেকে বেরতে পারবেন তিনি। কেননা তাঁকে এই নিয়োগ দুর্নীতি মামলার কিংপিন বলে চিহ্নিত করেছে সিবিআইয়ের পক্ষের আইনজীবী। তাই এখনই তাঁকে ছাড়তে রাজি নয় সিবিআই।