জমা জলে ডেঙ্গির লার্ভা বেড়ে ওঠে

বর্ষার মরসুম আসতে রাজ্যে দেখা যায় একটি বিশেষ সমস্যা। আর তা হল ডেঙ্গি। বিভিন্ন জায়গায় জমা জলে ডেঙ্গির লার্ভা বেড়ে ওঠে।

প্লেটলেট বাড়ানো যায় একটি পাতা খেয়ে

রক্তে প্লেটলেটের হার কমতে থাকলে শরীর খারাপ বাড়তে থাকে। কিন্তু বাড়ানো যায় একটি পাতা খেয়ে।

সেই পাতা হল পেঁপে পাতা

সেই পাতা হল পেঁপে পাতা। কিছু গবেষণায় দেখা গিয়েছে ডেঙ্গি জ্বরে দারুণ উপকারী এই পাতা। এর গুণে রক্তে প্লেটলেট কাউন্টও বেড়ে যায়।