নিজস্ব সংবাদদাতা: কলকাতা ও শহরতলি বাসিন্দাদের জন্যে সুখবর। এবারে প্রতিমা দর্শন হবে অনেক বেশি সহজ। সৌজন্যে রাজ্যের পরিবহণ দফতর।
যা জানা যাচ্ছে, এবছর পুজোয় বিশেষ ট্যুরের আয়োজন করছে রাজ্যের পরিবহণ দফতর। বাস, ট্রাম ও লঞ্চে করে কলকাতা, শহরতলি ও গ্রামের ঠাকুর দর্শন করতে পারবেন সাধারণ মানুষ। একই সাথে কয়েক দিনের মধ্যে শপিং স্পেশাল সরকারি বাসও নামতে চলেছে পথে। নির্দিষ্ট বাস টার্মিনাস এবং অনলাইনে বুকিং করা যাবে টিকিট।
আরও যা জানা যাচ্ছে, জলপথে উত্তরের বিশিষ্ট পুজো, শহরতলি থেকে কলকাতা বাসে পরিক্রমা, বিলাসবহুল বাসে কলকাতার পুজো পরিক্রমা, এবং এসি ট্রামে কলকাতার পুজো পরিক্রমা আর বনেদি বাড়ির ঠাকুর দেখার আয়োজন করছে রাজ্যের পরিবহণ দফতর। এতে মানুষের অনেক বেশি উপকার হবে বলেই জানাচ্ছে পরিবহণ দফতর।