নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনের ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেড সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজায় নিরাপদ বাড়িঘর লক্ষ্য করে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না করে, তাহলে বন্দীদের 'অজানা' পরিণতি হবে।
প্রসঙ্গত, রবিবার তারা গাজায় অন্তত ৩০ জনকে বন্দী করে রাখার দাবি করে।
সোমবার আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেন, "ইহুদিবাদী শত্রুরা যদি আমাদের হেফাজতে থাকা তাদের সৈন্য, বসতি স্থাপনকারী এবং বন্দীদের জীবন নিয়ে উদ্বিগ্ন হয়, তাহলে তাদের অবশ্যই অবিলম্বে নিরাপদ বাড়িঘর টার্গেট করা এবং বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে। অন্যথায়, আপনার সৈন্য এবং বন্দীদের ভাগ্য অজানা থাকবে, ঠিক যেমন চল্লিশ বছর আগে রন আরদের ভাগ্য।"