নিজস্ব সংবাদদাতাঃ ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে অর্থাৎ ১৪ আগস্ট দিনটি পাকিস্তানের স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয়। ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান উভয়েই ব্রিটিশ শাসনমুক্ত হয়। প্রতি বছর পাকিস্তানের স্বাধীনতা দিবসের মধ্যরাতে দুবাইয়ের বুর্জ খলিফায় পাকিস্তানের পতাকা জ্বলজ্বল করে। সেই মত ৭৭'তম স্বাধীনতা দিবসেও বুর্জ খলিফায় দেশের পতাকার প্রতিচ্ছবি দেখতে জড়ো হয়েছিলেন কয়েকশো পাকিস্তানী। কিন্তু সকলকে হতাশ করে চলতি বছরে বুর্জ খলিফায় পাকিস্তানের পতাকার দেখা মিলল না। ক্ষুদ্ধ জনতা ক্ষোভ উগরালেন নেটপাড়ায়। বললেন, এ চূড়ান্ত অপমানের পরিচয়।