নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, মালির মধ্যাঞ্চলে এক হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্রে খবর, মালির উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকার একটি, যেখানে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট জিহাদি গোষ্ঠীগুলো ২০১২ সাল থেকে বিদ্রোহ চালিয়ে আসছে, মোপ্তি অঞ্চলের সার্কেল অব ব্যাংকাসের একটি গ্রামকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
বানকাসের মেয়র মৌলায়ে গুইন্দো বলেন, "অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা তাদের মাঠে কাজ করার পথে গ্রামবাসীদের ওপর হামলা চালায়।"