নিজস্ব সংবাদদাতাঃ হিঙ্গলগঞ্জের সাহেবখালি নিত্যানন্দ হাইস্কুলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে দু'দিনের পরিবেশ সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। কর্মশালা কাম মডেল প্রদর্শনীতে ২৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। শিক্ষার্থীরা 'মিশন লাইফ' থিমের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মডেল প্রদর্শন করেছে। রান্নাঘরের বর্জ্যকে সার হিসেবে ব্যবহার করে কীটনাশকমুক্ত ফল ও সবজি উৎপাদনের লক্ষ্যে 'অর্গানিক কিচেন গার্ডেন' নামে একটি অভিনব মডেল নিয়ে এসেছে বিদ্যালয়টির ভান্দেরখালি পিসিবি ইনস্টিটিউশন। এটি অর্জনের জন্য, মানুষকে জৈব পণ্যগুলোকে সার হিসাবে ব্যবহার করতে হবে।