বাপের বাড়ির দুয়ারেই দিন কাটছে মেয়ের! কেন?

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর এলাকায় ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-08-24 104902.jpg

ফাইল ছবি

নিউজ ডেস্ক, ডেবরা: ৭ দিন ধরেই বাপের বাড়ির দুয়ারেই ঠাঁই। ভিতর থেকে তালা লাগিয়ে নিশ্চুপ বাপের বাড়ির সবাই, চাঞ্চল্য ছড়াল ডেবরায়।

যা জানা যাচ্ছে, খাবার, জল না পেয়ে দিনের পর দিন থাকায় অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। কিন্তু কেন এমন ঘটল? যা জানা যাচ্ছে, ৭ দিন আগে খড়গপুরের শ্বশুর বাড়ি থেকে রাধামোহনপুর স্টেশনে ছেড়ে দিয়ে যায় বন্দনা খান নামে ওই মহিলাকে। বছর খানেক আগে তার বিয়ে দেওয়া হয় খড়গপুরে। স্বামী বিছানায় শয্যাশায়ী। তাই বাপের বাড়িতে এসেছেন তিনি। কিন্তু বাপের বাড়ির কেউই তাকে ঠাঁই দিতে রাজি নন। ভিতর থেকে তালা লাগিয়ে বাড়ির ভিতরেই সবাই রয়েছেন। তারপরও মেয়ের সাথে কথা পর্যন্ত বলছেন না তারা। 

অন্যদিকে, অসহায় অবস্থায় সাত দিন ধরে বাপের বাড়ির দুয়ারেই বসে দিনরাত্রি কাটাচ্ছেন বাড়ির মেয়ে। এমন চিত্র দেখে হতবাক হচ্ছেন এলাকার বাসিন্দারাও।

impact