থামছে না দাদাগিরি-এবার বাংলাদেশী অনুপ্রবেশকারী মহিলাকে শ্লীলতাহানি! গ্রেফতার সিভিক ও ভিলেজে পুলিশ

বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

author-image
Aniruddha Chakraborty
New Update
d

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ফের কাঠগড়ায় সিভির ভলান্টিয়র। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতার ভিলেজ পুলিশও। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই তরুণী ও তাঁর বাবা। অভিযোগ টাকা দিতে রাজি না হওয়ায় তরুণীকে শ্লীলতাহানি সিভিক ভলান্টিয়রের। তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দু’জন। তরুণীর কাছে থাকা দশ হাজার টাকা ও সোনার গহনা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠে।অভিযুক্তদের আজ বসিরহাট আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, বারবার এই রাজ্যে সিভিক ভলান্টিয়রদের একাংশের ভূমিকা উঠছে প্রশ্নের মুখে। তিলোত্তমার ঘটনাতেও মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়র। এমনকী, সুপ্রিম কোর্ট তাঁদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে। কোনও সংবেদনশীল জায়গা যেমন হাসপাতাল ও স্কুলে সিভিক ভলান্টিয়র নিযুক্ত করা যাবে না বলেও নির্দেশ দেয় আদালত।