নিজস্ব সংবাদদাতা: এক দিকে রাতের অন্ধকারে রানিনগরে চলল বোমাবাজি। আবার অন্যদিকে সকালে বোমা বাঁধতে গিয়ে প্রাণ হারাল এক দুষ্কৃতি। পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের চিত্রটা এরকমই। যা নিয়ে ফের প্রশ্নের মুখে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার ব্যবস্থা।
যা জানা যাচ্ছে, এদিন সকালে বেলডাঙায় বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে প্রাণ হারান এক ব্যক্তি। নিহত ব্যক্তির নাম আলিম শেখ। সে কাপাসডাঙার বাসিন্দা।
কংগ্রেসের অভিযোগ, তৃণমূল এই বোম বাঁধার কাজ করাচ্ছিল। তাই তারা কাপাসডাঙার এক্সপার্টদের ভাড়া করে নিয়ে এসেছিল। এখানে সে প্রশিক্ষণ দিচ্ছিল। আর সেই সময়ই বিস্ফোরণটি ঘটে। তবে শাসক দল এই অভিযোগের কথা অস্বীকার করেছে।
পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে, নিহত ব্যক্তি অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। আর তা করতে গিয়েই প্রাণ হারাল সে।