নিজস্ব সংবাদদাতা: বিগত দিনে টমেটোর দাম রকেট গতিতে বেড়েছে ভারতের বিভিন্ন জায়গায়। ফলন নষ্ট হওয়ায় চাহিদার তুলনায় টমেটোর জোগান বাজারে কম। এর জেরে সেঞ্চুরি পার করে কখন যেন ডবল সেঞ্চুরিও করে ফেলেছে টমেটোর দাম। কেন্দ্রের হস্তক্ষেপে বর্তমানে টমেটো বেশ কিছু বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বহু জায়গাতেই এখনও টমেটো ১৪০ টাকা কেজি। এমন অবস্থায় টমেটো কিনতে গিয়ে পকেট ফাঁক হচ্ছে আমজনতার।
আর এখানেই রয়েছে আসল ট্যুইস্ট। যখন টমেটো কিনতে গিয়ে হাজার বার ভাবতে হচ্ছে সাধারণ মানুষকে; তখন সেই টমেটো বিক্রি করেই কৃষক হলেন কোটিপতি।
এমনই ঘটনা সম্প্রতি সামনে এসেছে। পুণের ওই কৃষক টমেটো বিক্রি করে ২.৮ কোটি টাকা আয় করেছেন। কোটিপতি ওই কৃষকের নাম ঈশ্বর গায়কর।