১০ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চায়েত প্রধান! দলের অন্তর্দ্বন্দ্বেই খুন রূপচাঁদ?

আমডাঙা পঞ্চায়েত প্রধান খুনে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত রূপচাঁদ মণ্ডলের বিরুদ্ধে শাসকদলের অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। ১০ লক্ষ টাকার বিনিময়ে তিনি পঞ্চায়েত প্রধান হয়েছিলেন বলে অভিযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
2 ১.jpg

নিজস্ব সংবাদদাতা: আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার সময় বোমা মেরে আমডাঙা পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে খুন করা হয়েছে। ঘটনাস্থলকে পুলিশ চার-পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে। 

আমডাঙা পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের অভ্যন্তরে অসন্তোষ রয়েছে। তৃণমূলের একাংশ অভিযোগ করেছে, দলের হুইপ অমান্য করে রূপচাঁদ মণ্ডল পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। অভিযোগ, রূপচাঁদ মণ্ডল টাকার বিনিময়ে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। অন্যদিকে, প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, হাটের দখলদারি নিয়ে ঝামেলার জেরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুন হতে হয়েছে।  অন্যদিকে, মৃতের দাদা  অভিযোগ করেছেন, পারিবারিক বিবাদের জেরে তাঁর ভাইকে খুন করা হয়েছে।