বোমা হামলা-আহত প্রাক্তন সাংসদ! বাংলায় কে সুরক্ষিত? বড় প্রশ্ন সুকান্ত'র

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল,ম

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "এটি একটি লজ্জাজনক ঘটনা। প্রাক্তন সাংসদ সুরক্ষিত না থাকলে পশ্চিমবঙ্গে কে সুরক্ষিত? ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত এবং আমি এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব।" 

প্রসঙ্গত, শুক্রবার অর্থাৎ আজ সকালে ফের রণক্ষেত্র হয়ে উঠেছিল বিজেপি নেতা অর্জুন সিংয়ের এলাকা জগদ্দল। তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এই হামলায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং আহত হন, তবে তিনি আপাতত বাড়িতেই আছেন। তারপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। 

অর্জুন সিং অভিযোগ করেছিলেন, পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে একদল দুষ্কৃতী বেশ কয়েকটি বাইকে এসে বোমাবাজি শুরু করে এবং গুলি চালায়। বোমা ও গুলির আওয়াজ শুনে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন, কিন্তু সেই সময় বোমার স্প্লিন্টার তাঁর পায়ে লাগে। এই ঘটনার ফলে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অর্জুন জানান, তাঁর নিরাপত্তারক্ষী ও কর্মীদের উপরও হামলা চালানো হয়েছে।