নির্বাচনে কংগ্রেসের হারের দায় 'বাপু-বেটা'র! দলের অন্দরে শুরু গোলমাল

হরিয়ানা নির্বাচনের ফলাফল নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক শমশের সিং গোগি।

author-image
Aniruddha Chakraborty
New Update
কম

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানা নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেস বিধায়ক শমশের সিং গোগী বলেন, "কোনও সমস্যা হয়নি, কিন্তু গত দু'দিনে মেরুকরণ হয়েছে। রাহুল গান্ধীর আসান্ধ সফরে খুশি ছিলেন না রাজ্য নেতৃত্ব। (ভূপিন্দর সিং) হুডা মঞ্চে আমার নামও নেননি। কংগ্রেস হারত না, 'হুডা কংগ্রেস' নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল এবং তারা হেরেছে, তারা কাউকে আস্থায় নেয়নি। তারা দলের অভ্যন্তরে যোগাযোগের ফাঁক তৈরি করেছে। যদি ভোটে সঠিক প্রতিদ্বন্দ্বিতা হত, মানুষ এবার কংগ্রেস সরকারকে চেয়েছিল। (হারের) দায় 'বাপু-বেটা'র।"