জয় জোহার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

মেলায় প্রতিদিন আদিবাসী মানুষজনদের নিয়ে নানাবিধ সংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হবে মেলা প্রাঙ্গণে। 

author-image
Adrita
New Update
জগুব

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ রাজ্যস্তরীয় জয় জোহার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকে এদিন এই মেলার উদ্বোধন হয়। জয় জোহার মেলা চলবে ৫ মার্চ পর্যন্ত সারা রাজ্যজুড়ে ১৫ টি জেলার ১০২ টি ব্লকে এই জয় জোহার মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় আদিবাসী সমাজের সংস্কৃতি সহ নানাবিধ বিষয় এই মেলায় তুলে ধরা হবে।

জম্বনি ব্লকে মেলার উদ্বোধন করেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদা সঙ্গে ছিলেন জেলা কর্মাধ্যক্ষা কোনামী হাসদা, ব্লক সভাপতি মধুসূদন মুর্মু, জামবনি ব্লকের বিডিও এবং লোধা ডেভলপমেন্ট বোর্ডের সদস্যরা। এই মেলায় প্রতিদিন আদিবাসী মানুষজনদের নিয়ে নানাবিধ সংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হবে মেলা প্রাঙ্গণে। 

Add 1