স্থগিত ওবিসি মামলার শুনানি – এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর

এরপর স্থগিত হয়ে গেল ওবিসি মামলার শুনানি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
supreme mani.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: একই দিনে তিন তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি। আর তিনটিই বাংলার। মঙ্গলবার তাই দিনভর দেশের শীর্ষ আদালতের দিকে নজর রয়েছে রাজ্যবাসীর। অথচ সকাল থেকে মামলা স্থগিত ছাড়া আর বেশি কিছুই হল না। প্রথমে স্থগিত হল এসএসসি মামলার শুনানি। আর এরপর স্থগিত হয়ে গেল ওবিসি মামলার শুনানি। 

1693316241_obc.jpg

আজ ছিল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি। তবে এদিন শুনানি শুরুর আগেই জানিয়ে দেওয়া হয় এদিনের জন্যে মামলা স্থগিত করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি। সেদিনই শোনা হবে এই মামলার শুনানি।

Supreme court