বড় খবর: এবার প্রাণ হারালেন প্রিসাইডিং অফিসার!

৮ জুলাই ভোটের দিন ছিল। সেদিনই প্রিসাইডিং অফিসারের সেরিব্রাল অ্যাটাক হয়। এরপর ১২ জুলাই মৃত্যু হয় তাঁর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: প্রিসাইডিং অফিসারের মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। ৮ জুলাই ছিল পঞ্চায়েত ভোট। ওই দিন ডিউটি করার সময় প্রাণ হারান প্রিসাইডিং অফিসার রেবতীমোহন বিশ্বাস। আর এরপরই ফের একবার ক্ষুব্ধ হয়ে উঠল সংগ্রামী যৌথ মঞ্চ।

যা জানা যাচ্ছে, নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকে রিজার্ভ প্রিসাইডিং অফিসার ছিলেন রেবতীমোহন বিশ্বাস। ভোটের দিন, তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। এরপর ১২ জুলাই মৃত্যু হয় তাঁর। এক্ষেত্রেই, সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই প্রিসাইডিং অফিসার। এমনকি এতো হিংসা দেখে তিনি ভোটের ডিউটিতে যেতেই চাননি। অথচ নিরাপত্তা ছাড়ায় ভোট কেন্দ্রে তাঁকে পাঠানো হয়। আর সেই মানসিক চাপ থেকেই তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়।

সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী থাকলে এমনটা হত না। বারবার দাবি জানানো সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী ছাড়ায় ভোট গ্রহণ হল। তাই এবার রেবতীমোহন বিশ্বাসের মৃত্যুর জন্য কমিশনকেই কাঠগড়ায় দাঁড় করানো হবে, বলে জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।