নিজস্ব সংবাদদাতা: আর অল্প কিছুদিনের অপেক্ষা। আর তারপরই ২০২৪ লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের জন্য দলে দলে শুরু হয়েছে প্রার্থী বাছাই। আভ্যন্তরীণ বিষয় হলেও বহু দলই তাঁদের এই প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে রেখেছে। এদিন সেই সংক্রান্ত সমীক্ষা কতটা এগিয়েছে, তা জানতে চাওয়া হয় কর্ণাটকের ডেপুটি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে।
এই সংক্রান্ত বিষয়ে তিনি জানান, “আমরা ইতিমধ্যেই মন্ত্রীদের নিজ নিজ জেলায় পাঠিয়েছি। তারা আমাদের রিপোর্ট করবে। প্রায় ৭৫ জন আমাদের কর্মী, বিধায়ক এবং স্থানীয় নেতারা জনগণের মতামত সংগ্রহ করছেন। দিল্লির নেতারা আমাদের কিছু নির্দেশ দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা প্রার্থী বাছাইয়ের জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করেছি। আর সেই মানদণ্ড ভিত্তিক যারা নির্বাচিত হবেন, তারাই লোকসভা নির্বাচনের প্রার্থী হবেন”।