নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে ছন্দে ফিরছে কলকাতা বিমানবন্দর। ফের একবার যাত্রীরা প্রবেশ করছেন বিমানবন্দরে। ফ্লাইট ওঠানামাও শুরু হয়েছে স্বাভাবিক ছন্দে। তবে এদিনও নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো।
বুধবার রাতে আচমকা ভয়াবহ আগুন লেগে যায় বিমানবন্দরের সিকিওরিটি চেক-ইন-এ। মুহুর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা। তড়িঘড়ি যাত্রীদের সেখান থেকে বের করে আনা হয়। পরে দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। তবে আজ আগুন লাগার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগে কোথাও কোনও সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।
যেহেতু নিত্যদিন বহু যাত্রী কলকাতা বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা সত্যিই চিন্তা বাড়াচ্ছে। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ আরও নিরাপত্তা বাড়ানোয় জোর দিচ্ছেন বলেই জানা যাচ্ছে।