নিজস্ব সংবাদদাতা: ৪ অগাস্ট লোকসভায় পাশ হয়েছে দেশের গুরুত্বপূর্ণ বিল। আর এবার পালা রাজ্যসভায়। যা জানা যাচ্ছে, আজই আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ।
যা জানা যাচ্ছে, আজ রাজ্যসভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইন্টার-সার্ভিস অর্গানাইজেশনস (কমান্ড, কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন) বিল, 2023 পেশ করতে চলেছেন। সব কিছু ঠিক থাকলে আজই বিলটি পাশ হবে রাজ্যসভায়।
বিলটি এয়ার ফোর্স অ্যাক্ট ১৯৫০, আর্মি অ্যাক্ট ১৯৫০ এবং নেভি অ্যাক্ট ১৯৫৭-এর অধীন পরিষেবা কর্মীদের ক্ষেত্রে আন্তঃসেবা সংস্থার কমান্ডার-ইন-চীফ বা অফিসার-ইন-কমান্ডকে ক্ষমতায়িত করতে চায়। ফলে তিন শক্তি একত্রে মিলে দেশকে রক্ষা করতে পারবে।