নিজস্ব সংবাদদাতা: এবার ইডির নজরে রাজ্যের আরও এক মন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে ফের জেগে উঠল ইডির তৎপরতা। এবার ইডির তলব রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব বলে জানা গেছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)