এবার ছবি তোলা স্থায়ী ভাবে বন্ধ!

মন্দির কমিটি কেদারনাথ মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় সতর্কীকরণ বোর্ড লাগিয়েছে। যে কেউ ছবি তুলতে বা ভিডিও করতে ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সেই নোটিশে জানানো হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (40) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি কেদারনাথ মন্দিরের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ করেছে আগেই। এখন আর মন্দিরের ভিতরের কোনও ছবি তোলা যাবে না। আর এবার সেই সতর্কীকরণ বোর্ডও টাঙ্গিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কমিটি কেদারনাথ মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় সতর্কীকরণ বোর্ড লাগিয়েছে, যে কেউ ছবি তুলতে বা ভিডিও করতে ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ডে উল্লেখ করা হয়েছে।

শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির সভাপতি, অজয় অজেন্দ্র জানিয়েছেন, "অতীতে, কিছু তীর্থযাত্রী মন্দিরের অভ্যন্তরে অশালীন উপায়ে ভিডিও এবং রিল তৈরি করছিলেন এবং সেইসাথে ছবি ক্লিক করছিলেন। আর তাই এবার মন্দির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিল। এটি কঠোরভাবে প্রয়োগ করা হবে, তাই সতর্কতামূলক বোর্ড কেদারনাথেও লাগানো হয়েছে”।