নিজস্ব সংবাদদাতাঃ দুই সপ্তাহ আগে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করার পর মিয়ানমারের উত্তরাঞ্চলে যুদ্ধের কারণে প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ইউএনওসিএইচএ) বলেছে, '৯ নভেম্বর পর্যন্ত উত্তর শানের প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।'
বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে জান্তার জন্য সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় শান রাজ্যে দুই সপ্তাহ ধরে লড়াই চলছে।
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ) জানিয়েছে, তারা কয়েকটি সামরিক ফাঁড়ি দখল করেছে এবং চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বন্ধ করে দিয়েছে।