নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্র ও প্রতিবেশীদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে উত্তর কোরিয়া বৃহস্পতিবার অর্থাৎ আজ বলেছে যে তারা একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম ফ্লাইট পরীক্ষা চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে শনাক্ত করার একদিন পর এই খবর জানা গেল। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বা সেগুলোর উড্ডয়নের বৈশিষ্ট্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি তারা।
সূত্রে খবর, পুলওয়াসাল-৩-৩১ ক্ষেপণাস্ত্রটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং উৎক্ষেপণটি প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি। ক্ষেপণাস্ত্রটিকে 'কৌশলগত' আখ্যা দিয়ে তাদের পরমাণু অস্ত্র দিয়ে সজ্জিত করার অভিপ্রায় বলে উল্লেখ করা হয়েছে।