মাঝ আকাশে ইঞ্জিন বিস্ফোরিত-ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণ!

মাঝ আকাশে ইঞ্জিন বিস্ফোরিত হওয়ায় উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ 'ব্যর্থ'।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
।,ম্বভ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ চলতি সপ্তাহে স্যাটেলাইটবাহী নতুন একটি রকেট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ সংস্থার ডেপুটি কমান্ডার বলেছেন, 'ম্যালিগিয়ং-১ নামের স্যাটেলাইটটি বহনকারী রকেটটি দেশের পশ্চিম উপকূলের একটি উৎক্ষেপণ পয়েন্ট থেকে উৎক্ষেপণের পর সোমবার রাতে উড্ডয়নের প্রথম পর্যায়ে বিস্ফোরিত হয়।' 

সূত্রে খবর, প্রাথমিক মূল্যায়নে 'লিকুইড অক্সিজেন ও পেট্রোলিয়াম' ইঞ্জিনের বিশ্বাসযোগ্যতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় টংচ্যাং-রি অঞ্চল থেকে পীত সাগরের ওপর দিয়ে দক্ষিণ দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। 

Add 1