এবার একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেশের! জোরদার যুদ্ধের ইঙ্গিত

ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, রবিবার অর্থাৎ আজ উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

 দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়।

 দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, "নজরদারি জোরদার করার পাশাপাশি আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং উত্তর কোরিয়ার অতিরিক্ত লক্ষণ ও কার্যক্রম পর্যবেক্ষণ করছে। উত্তর কোরিয়া 'পুলহোসাল-৩-৩১' নামের নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েকদিন পর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হল।" 

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সংঘাত জোরদার করছে, কিন্তু ওয়াশিংটন ও সিউলের কর্মকর্তারা বলছেন, পিয়ংইয়ং আসন্ন সামরিক পদক্ষেপ নিতে চায় এমন কোনো লক্ষণ তারা দেখেননি।

hire