নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এরপর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
সেই জন্য পার্বত্য অঞ্চলে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রাও একধাক্কায় অনেকটাই কমতে পারে।