নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু উত্তরবঙ্গে ঠিক এর বিপরীত অবস্থা। সেখানে দুর্যোগ ক্রমশ বেড়েই চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী মাত্রার বর্ষণের আশঙ্কা রয়েছে। সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসামে প্রবল বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার পাহাড়ি অঞ্চলের বৃষ্টি বাড়বে। এর জেরে পার্বত্য এলাকায় ধসও নামতে পারে।
বিচ্ছিন্ন হতে পারে সড়ক যোগাযোগ। বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়ারও আশঙ্কা করা হয়েছে। প্লাবিত হতে পারে নিচু এলাকা। তাই প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।