নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গে অতিবৃষ্টি কমবে। তবে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায়।
/anm-bengali/media/media_files/gcVWlgEbOT6jNVDVa82H.jpg)
দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
/anm-bengali/media/media_files/HJgjOSBDdJiqUa5qfimm.webp)
মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে।
/anm-bengali/media/post_attachments/a2c580230a2aca113ba91f115ccccb2cca0c0d40147a5ca77c34c841c749ea98.webp)