নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে রবিবার ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
/anm-bengali/media/media_files/SMZka6H5gGbprQ0q3RQf.webp)
এর জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/3yktIxcHV312NFC0PVma.jpg)
জানা গেছে, রবিবার থেকে আগামী তিনদিন এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/post_attachments/6362d21c1ecc66c16bcb6588528727c4ba9222462eb1cde1f29f0ca4ea377dd6.webp)