নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আরও জানা গেছে যে, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি হতে পারে।
এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ধসও নামতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, এই কয়েকদিন বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে।
এর জেরে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।