নিজস্ব সংবাদদাতা: এই জেলাও স্বস্তির বৃষ্টি পেল। গত দু’দিন ধরেই বৃষ্টির প্রকোপ বেড়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এমনকি জলমগ্ন হতে পারে নীচু এলাকাগুলি, এমনও আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আজ সারাদিন একই আবহাওয়া থাকবে বলেও জানা যাচ্ছে।
যা জানা যাচ্ছে, আজ উত্তর ২৪ পরগণার আকাশ মেঘে ঢাকা থাকবে। কখনও অল্প বিস্তর তো কখনও ভারী বৃষ্টি নামবে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৩ কিলোমিটার। আর আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশের কাছাকাছি।