নিজস্ব সংবাদদাতা: গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন অবস্থা ভীষণই জটিল। আর আজ বেলা হতেই এল খবর। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা। আজ সকালেই কলকাতায় আসেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিমানবন্দর থেকে পুলিশ স্কট করে নিয়ে আসা হয়। তখনই জানা গিয়েছিল প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। গতকাল পড়ে গিয়ে জ্ঞান হারানোর পর থেকে আর জ্ঞান ফেরেনি তাঁর। মাথায় গুরুতর আঘাত ছিল। সেই আঘাতের ক্ষত ক্রমশ বাড়ছিল বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। আর তারপর দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ আসে মৃত্যু সংবাদ। ঘটনায় শোকাহত বন্দ্যোপাধ্যায় পরিবার।