নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, সমুদ্রে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে নকল পারমাণবিক ওয়ারহেড যুক্ত করে সপ্তাহান্তে 'সিমুলেটেড ট্যাকটিক্যাল পারমাণবিক হামলা' মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। সূত্রে খবর, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক তৎপরতার জবাবে আজ ভোরে এই অভিযান চালানো হয়।
উল্লেখ্য, প্রকৃত পারমাণবিক যুদ্ধের বিপদ সম্পর্কে শত্রুদের সতর্ক করার জন্য ২ সেপ্টেম্বর ভোরে সিমুলেটেড কৌশলগত পারমাণবিক হামলার জন্য একটি ফায়ারিং মহড়া পরিচালনা করা হয়েছিল। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে দক্ষিণে সাগরে দুটি দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ শনিবার জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে অনির্দিষ্ট সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র হলুদ সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে।