বিষয়টি সরকার ভালো চোখে দেখছে না

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল ২০২৪-এর সম্পর্কে, মন্তব্য করলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল ২০২৪-এর সম্পর্কে, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ওয়াকফ বোর্ডের নামে এমন বহু সম্পত্তি আছে যেসব সম্পত্তি আইনত নয়।

gubonhj

সরকার মনে করছে এই ধরনের সম্পত্তি অনেক সময় দেখানো হয় না এবং এই ধরণের সম্পত্তির রোজগার অনেক সময় দেখানো হয় না। সেই ক্ষেত্রে সরকার একটা পদক্ষেপ নিচ্ছে এই বিল নিয়ে। যেকোনও সম্প্রদায়ের মানুষ হোক না কেন তারা ওয়াকফ বোর্ডের নামে একটি জমি কুক্ষিগত করে রাখবেন, এই বিষয়টি সরকার ভালো চোখে দেখছে না।

publive-image

বিরোধীরা এই বিলটিকে একটি কমিটিতে পাঠানোর কথা বলেছিল সরকার সেটা মেনে নিয়েছে। বিরোধীদের মতামত নিয়ে এই বিলটি পাশ হবে এরকমটাই আশা করা যায়।"



 

Adddd