বাংলাদেশের গণতন্ত্রকে সফল করা সম্ভব নয়

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
gubonhj

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেছেন, " বাংলাদেশে কোনও ছাত্র আন্দোলন, কোনও বিদ্রোহ হয়নি। কিছু সন্ত্রাসবাদী একটি নির্বাচিত সরকারকে গায়ের জোরে, ষড়যন্ত্র করে উৎখাত করেছে এবং এর পেছনে বিভিন্ন দেশের হাত আছে। এটা খুব স্পষ্ট। দেশের সংবিধানকে যখন জলাঞ্জলি দিয়ে ক্ষমতা দখল কেউ করে, তখন তো এর ফল ভালো হওয়া সম্ভব নয়।
publive-image
আওয়ামী লীগের একটা বিরাট সমর্থন বেস আছে বাংলাদেশে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশে আজ অত্যাচারিত হচ্ছে তারা তো আওয়ামী লীগের সমর্থক বলেই পরিচিত। তাছাড়া মুসলমানদের মধ্যেও একটা বিরাট সমর্থনের বেস আছে।
publive-image
সেটাকে উপেক্ষা করে বাংলাদেশের গণতন্ত্রকে সফল করা সম্ভব নয়। এরা আওয়ামী লীগকে সরিয়ে গণতন্ত্রের নামে একটা আমেরিকা পন্থী সরকার গঠন করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না।"