নিজস্ব সংবাদদাতা: এখনও আরও কয়েকদিন এমনই গরমে পুড়বে বাংলা। অন্তত হাওয়া অফিস তেমনটাই পূর্বাভাস দিচ্ছে। শুক্রবারও সকালে মেঘ-ছায়া আকাশ থাকলেও, শনিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়ায়। আর ইতিমধ্যেই ৪০ ছাড়িয়েছে একাধিক জায়গায়। বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, শান্তিনিকেতন, আসানসোল, শ্রীনিকেতন, ঝাড়গ্রাম এই সব জায়গাতেই তাপমাত্রা ৪০ ছাড়িয়ে ৪১-৪২-এ ঘোরাফেরা করছে।
/anm-bengali/media/media_files/tmJF5MceR2CwRoAeoKDW.jpg)
তবে এর মধ্যে শান্তির খবরও দিচ্ছে হাওয়া অফিস। আগামী রবি ও সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর তারপর আগামী সপ্তাহ থেকে গরমের পরিমাণ সামান্য কমবে। ফলে প্রবল গরমে পোড়ার হাত থেকে খানিকটা নিস্তার পাবে বঙ্গবাসী।
/anm-bengali/media/media_files/YqNsMstTqgjJE4SsGANL.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)