যুদ্ধবিরতির দাবি, বিক্ষোভে অনড় শিক্ষার্থীরা!

 কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে দ্বিতীয় তলার জানলা থেকে প্রবেশ করল পুলিশ।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
SZDFXGFHJKLK;

নিজস্ব সংবাদদাতা: নিউইয়র্ক সিটি পুলিশ অফিসাররা প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের বিক্ষোভ ভঙ্গ করার প্রয়াসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেছে। সূত্রের খবর তারা ইতিমধ্যেই আইকনিক হ্যামিলটন হল দখল করে নিয়েছে। জানা গেছে মঙ্গলবার রাতেই পুলিশ অফিসাররা দ্বিতীয় তলার জানলা দিয়ে এই হ্যামিলটন হলে প্রবেশ করে। বেশ কয়েকজন আন্দোলনকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Live Updates: Columbia Says Students Occupying Campus Building Could Face  Expulsion - The New York Times

প্রসঙ্গত, ১৮ এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের গ্রেফতারের পরেই টেক্সাস, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, নিউ মেক্সিকোর মতো একাধিক রাজ্যের ক্যাম্পাসে এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তারপরেও বিক্ষোভ থামেনি তাদের। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে অস্থায়ী তাঁবুর তলায় তাদের বিক্ষোভ এখনও জারি রয়েছে।

Panicked pro-Palestine protesters fall down the stairs as they try to flee  hundreds of NYPD riot cops swooping on occupied Columbia University building  and huge encampment: At least 50 are arrested |

 কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিক্ষোভ বন্ধ করার জন্য গত সোমবার পর্যন্ত বিক্ষোভকারীদের সময় দিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমা উপেক্ষা করার ফলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের দাবি, গাজা ইসরায়েলি হামলায় নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবের সম্মানে তারা এই কাজ করছে। বিশ্ববিদ্যালয়গুলিকে গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। এছাড়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা। 

Add 1